সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যের দেশটি নতুন করে চালু করেছে চার ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো অনেক ভিসার শর্ত, মেয়াদ ও নিয়মও সংশোধন করা হয়েছে। আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে শক্তিশালী করা এবং বিশ্বের মেধাবী মানুষ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের আকর্ষণ করা।আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, ‘আমিরাতের বর্তমান ও ভবিষ্যতের পরিস্থিতি বিশ্লেষণ করেই ভিসা কাঠামোতে এই সংস্কার আনা হয়েছে।’ তার মতে, এতে মানুষের জীবনযাত্রা সহজ হবে, ব্যবসা প্রসারিত হবে এবং দেশ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।নতুন চার ভিসা১. কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের ভিসা : প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা প্রতিষ্ঠানের স্পন্সরের মাধ্যমে একক বা একাধিকবার ভ্রমণের ভিসা পাবেন। ২....