মানবজাতির শুদ্ধতার প্রত্যাশা নিয়ে প্রকাশ হলো পূজা উৎসবের নতুন গান। পিজিত মহাজনের কণ্ঠ ও সুরে গানটি লিখেছেন শেখ নজরুল। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটির নাম ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। পি এম রেকর্ডস-এর ব্যানারে ২৮ সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশ করেছে এইচএম ভয়েস। গানটিতে পিজিত ছাড়াও কণ্ঠ দিয়েছেন পলাশ, অনিন্দিতা সাহা ও প্রিয়াংকা পিয়া। গানটির বিশেষত্ব সম্পর্কে পিজিত মহাজন বলেন, ‘‘পূজা আসলে নতুন গান ছাড়া কি জমে! প্রতিবারই আমি বিশেষ একটি সামাজিক বার্তা নিয়ে গান বাঁধার চেষ্টা করি। কখনও সামাজিক বৈষম্য দূর করার কথা, কখনও সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দেয়ার...