দেশজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে বিকাশ ও বিজ্ঞান চিন্তার আয়োজনে চট্টগ্রাম ও বরিশালে বিভাগে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে । এ সোমবার ( ২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বরিশালের বিএম স্কুলে আয়োজিত এই উৎসবে দুই বিভাগ থেকে প্রায় ১০০টি প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা। এই দুই বিভাগের খুদে বিজ্ঞানীদের প্রদর্শিত নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে সেরা উনিশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি উৎসবে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে প্রতিটি বিভাগে দুই ক্যাটাগরিতে মোট ৪২ জন কুইজ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মাইনুল...