সোমবার (২৯ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মারুফ হাসান বাদলকে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।’ এর আগে গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব মোড় এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী সজীব উদ্দিন। বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলি...