সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল রোববার ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নগরবাসীকে নিয়ে রাস্তায় নেমেছেন। সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হন। মুহূর্তের মধ্যে শত শত মানুষ সেখানে জড়ো হন এবং হাতে হাতে রিকশা বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখানো হয়। আরিফুল হক চৌধুরী বলেন, গত শুক্রবার পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেটের সর্বস্তরের জনগণ হকার ও ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের পক্ষে একমত হয়েছেন। ব্যাটারি চালিত রিকশার কারণে যানজট ও দুর্ঘটনা ঘটছে। হকারদের কারণে ফুটপাতে চলাচলের সমস্যা হচ্ছে। আমাদের নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, পুলিশ কমিশনার ও জেলাপ্রশাসক এই বিষয়ে আন্তরিক এবং সিলেটের বিভিন্নমহল, রাজনৈতিক ও সামাজিক...