ঢাকা: আড়ংয়ের কাগজের ব্যাগের জন্য গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।তিনি আড়ংয়ের নিয়মিত গ্রাহক হিসেবে জানান, আগে ফ্রিতে পাওয়া ব্যাগ এখন টাকা দিয়ে কিনতে হচ্ছে, যা তিনি চাঁদাবাজি ও অসাধু ব্যবসা হিসেবে উল্লেখ করেন।নোটিশে বলা হয়, এই কাগজের ব্যাগ নিম্নমানের ও টেকসই নয়। ব্যাগে শুধুমাত্র আড়ংয়ের লোগো থাকায় সৃজনশীলতার ঘাটতি রয়েছে। পরিবেশ সচেতনতাকে ঢাল বানিয়ে গ্রাহকদের উপর বাড়তি খরচ চাপিয়ে দেওয়া হচ্ছে। বিকল্প হিসেবে থাকা ফেব্রিক ব্যাগগুলোও অত্যধিক মূল্যের এবং অস্বস্তিকর।তিনি বলেন, ব্যাগের টাকা না নিয়ে তা পণ্যের মূল লাভ থেকেই বহন করা উচিত। নোটিশে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে, না হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা: আড়ংয়ের কাগজের ব্যাগের জন্য গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার...