ঢাকা: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক থাকসিন শিনাওয়াত্রা তার এক বছরের কারাদণ্ড মওকুফের জন্য রাজার কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) তার আইনজীবী উইন্যাত চাটমন্ট্রি সাংবাদিকদের এই তথ্য জানান।থাকসিন থাইল্যান্ডের অন্যতম বিতর্কিত রাজনীতিবিদ। বিগত দুই দশক ধরে রাজতন্ত্রপন্থী ও সেনা-সমর্থিত প্রতিষ্ঠানগুলোর সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে। ধনকুবের এই সাবেক টেলিকম উদ্যোক্তা বর্তমানে ব্যাংককের একটি কারাগারে সাজা ভোগ করছেন।তবে চলতি মাসে থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট জানায়, ২০২৩ সালে দণ্ড কার্যকালের সময় থাকসিন কারাগারের সেলে না থেকে একটি হাসপাতালে বিশেষ কক্ষে অবস্থান করেছিলেন—যা আইনবিরোধী।এ বিষয়ে আইনজীবী উইন্যাত বলেন, “রাজকীয় ক্ষমার আবেদন দাখিল করা হয়েছে। তবে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না। এটি প্রতিটি বন্দির একটি সাংবিধানিক অধিকার।”তবে কবে আবেদন করা হয়েছে তা জানাননি তিনি।থাকসিন ২০০১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত...