বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারের পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে। বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল...