এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের উত্তাপে শেষটা হয়েছে এক নতুন বিতর্কে। শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই বিজয় উদযাপন করে তারা।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার হাতে রানার্সআপ ট্রফি ও প্রতীকী চেক তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর না হওয়া প্রসঙ্গে বুলবুল জানিয়েছেন, খুব শিগগিরই ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হবে।বুলবুল বলেন, বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির, এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। যারা জয়ী হয়েছে, তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব।তিনি...