২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩১টি বিষয় ও অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ের প্রায় ৩.৬ লক্ষ শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষ থেকে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লক্ষ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর মোট ৫.৬ লক্ষ শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে। তবে শিক্ষকের ঘাটতি ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সংকট মোকাবিলায় a2i ও ইউনিসেফ কারিগরি সহায়তা প্রদান করছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ICT শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে Training of Trainers (ToT) কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসে অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচি ও ৯০ জন Core Trainer তৈরির জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এসব প্রশিক্ষকের মাধ্যমে ৮৮৩টি অনার্স কলেজে ৯০০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তী বর্ষ...