দেশের জ্বালানি খাত ভয়াবহ দুর্নীতি ও অদক্ষতায় নিমজ্জিত। এ খাতের চিহ্নিত দুর্নীতিবাজ ও কোম্পানিগুলোর বিচার না হলে এ অবস্থা আগামীতেও চলতে থাকবে বলে মনে করেন বিশ্লেষকেরা। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ভোক্তা সমিতির (ক্যাব) এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ক্যাপাসিটি চার্জের নামে লুটেরা গোষ্ঠী জনগণের যে টাকা নিয়ে গেছে, তা উদ্ধারের দাবিও জানান তাঁরা। ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে রাজনৈতিক দলের সংলাপে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুতে ভর্তুকি প্রস্তাব করা হয় ৪০ হাজার কোটি টাকা এবং গ্যাসে সাত হাজার কোটি টাকা। এই ভর্তুকিতে সাধারণ ভোক্তা নয় বরং স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল উপকৃত হবে। জ্বালানিতে সরকার ভুর্তকির নামে জনগণের টাকা...