এশিয়া কাপ-২০২৫ এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে এবার শুধু ট্রফিই নয়, জয়ী ভারতীয় দল পেল এক অভাবনীয় পুরস্কারও। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে, চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২১ কোটি রুপি বোনাস (প্রায় ২৯ কোটি টাকা), যা এশিয়া কাপের আসল প্রাইজমানির চেয়ে প্রায় ১০ গুণ বেশি। রবিবার রাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পরই বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া সংবাদমাধ্যমে জানান, “এটি এক অসাধারণ জয়। তাই উদযাপনের অংশ হিসেবে ভারতীয় দল ও সাপোর্ট স্টাফদের জন্য ২১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই অর্থ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে।”আরো পড়ুন:খেলার মাঠেও ‘অপারেশন সিন্দুর’, মোদির মন্তব্যের কড়া জবাব নাকভিরআলাউদ্দিনের ফাইফার, অনিকের ছোট্ট ক্যামিও খেলার মাঠেও ‘অপারেশন সিন্দুর’, মোদির মন্তব্যের কড়া জবাব নাকভির এর আগে এশিয়া...