সম্প্রতি খাগড়াছড়িতে উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্বনির্ভর এলাকায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কথা বলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মুত্তাকিম।প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার বলেন, 'গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহর এবং স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি-বাঙ্গালী ছাত্র জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েকটি স্থানে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় জনসাধারণের জান মালের ক্ষয়ক্ষতির আশংকা এবং নাশকতা রোধে ইতোমধ্যে জেলা প্রশাসক, খাগড়াছড়ি কর্তৃক ১৪৪ ধারা জারী করা হয়েছে।আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, খাগড়াছড়ি বিজিবি সর্বদা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ারের আশে-পাশে পাহাড়ি ছাত্র জনতা ও বাঙ্গালীদের মধ্যে সহিংসতা রোধে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা...