সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিফাত শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর শালদো গ্রামের সাগর মিয়ার ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর এলাকায় ভাড়া থাকতেন। রিফাতের মা ফাতেমা খাতুন জানান, বিকেলে বাসায় ফেরার পথে পল্লবী থানার সামনে তিন থেকে চারজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে...