যে কোনো সময় চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা করছে আমেরিকা। এ কারণে মার্কিন অস্ত্রাগারে অস্ত্রের স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই উদ্বেগের কারণে পেন্টাগন তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের জরুরি ভিত্তিতে উৎপাদন দ্বিগুণ বা এমনকি চারগুণ করার জন্য অনুরোধ জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, উচ্চ চাহিদাসম্পন্ন ১২টি গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াতে চাইছে আমেরিকা। এ কারণে পেন্টাগন এবং শীর্ষ মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতাদের মধ্যে উচ্চ-পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মিউনিশন অ্যাক্সেলারেশন কাউন্সিল’। মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ এই কার্যক্রমে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। তিনি এই বিষয়ে আলোচনার জন্য কিছু কোম্পানির নির্বাহীর সঙ্গে সাপ্তাহিক...