ঘোষণা করা হয়েছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের। এবার সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) বিভাগে অভিষেক ঘটছে এক তরুণীর। মাত্র ১৭ বছর বয়সেই তিনি মুখোমুখি হচ্ছেন বলিউডের তারকা আলিয়া ভাট, কারিনা কাপুর, বিদ্যা বালানের মতো অভিজ্ঞ অভিনেত্রীদের। কে এই তারকা? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।গত শনিবার ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের ফিল্মফেয়ারের মনোনয়ন তালিকা। কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিই এগিয়ে রয়েছে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে। এর পরেই আছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’, অজয় দেবগনের ‘ময়দান’ ও ইয়ামি গৌতমের ‘আর্টিকেল ৩৭০’। তবে সবাইকে ছাপিয়ে এখন আলোচনায় নিতাংশি গোয়েল। ‘লাপাতা লেডিজ’–এর ‘ফুল কুমারী’ চরিত্রে অভিনয় করেই সবার নজর কাড়েন। ছবিটি ছিল ভারতের সরকারি অস্কার মনোনীত চলচ্চিত্র। সমালোচক পুরস্কারের সেরা অভিনেত্রী বিভাগে তাঁর সঙ্গী প্রতিযোগী আলিয়া ভাট (‘জিগরা’), কারিনা কাপুর (‘দ্য বাকিংহাম মার্ডার্স’), প্রতিভা...