ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করছেন, ভারতের সঙ্গে চলা উত্তেজনাময় পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ‘শান্তির পক্ষে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই কারণে পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে।২০২৩ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পাহেলগামে হামলার পর ভারতের পাকিস্তানের ওপর চাপাননি ও পাল্টা বিমান হামলা চালানোর পর উত্তেজনা তীব্র হয়। তখন ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় পারমাণবিক যুদ্ধ ঠেকানো গেছে।লন্ডনে এক সংবাদ সম্মেলনে শেহবাজ বলেন, ‘ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমিত করে অঞ্চলকে বড় ধরনের ধ্বংস থেকে বাঁচিয়েছেন। তার হস্তক্ষেপ না থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।শেহবাজ আরও বলেন, ট্রাম্প গাজা, ইথিওপিয়া-মিসর এবং ইউক্রেন সংকটেও শান্তির জন্য কার্যকর ভূমিকা রেখেছেন।জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ’ বলেও মন্তব্য করেছেন শেহবাজ। গাজা ইস্যুতে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করেন।পাকিস্তান পাকিস্তান...