২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের আসনে বসার পরে সাত মাসে সাত যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তির দূত হিসাবে তুলে ধরতে চেষ্টার কোনও কসুর নেই তার। অথচ সেই ট্রাম্পই এবার চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে পেন্টাগনের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন। ক্ষেপণাস্ত্র-সহ ১২ ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন দ্বিগুণ বা চারগুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘গত জুন মাসে পেন্টাগনে এক জরুরি বৈঠকে শীর্ষ ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের ডেকে পাঠানো হয়েছিল। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আন্দুরিল ইন্ডাস্ট্রিজ, রকেট প্রোপেলান্টের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সরবরাহকারীদের প্রধান নির্বাহীরাও হাজির ছিলেন। চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য...