২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ২৯ আগস্ট নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, জাতিসংঘের সামনে এনসিপি নেতা আখতার ও ডাক্তার জারাকে অপদস্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খারাপ আচরণ করা হয়েছে। গতকাল...