গাজীপুর মহানগরের পুবাইল থানার সমরসিং এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাবিব পাম্পের সামনে বাইপাস-গাউসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর মহানগরের পুবাইল থানার তালটিয়া পূর্বপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) ও একই থানার তালটিয়া বাথানবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে লিখন (২১)। গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, কালীগঞ্জের উলুখোলা থেকে মোটরসাইকেলযোগে বেপরোয়া ও দ্রুত গতিতে মীরেরবাজার এলাকায় যাচ্ছিলেন লিখন ও শান্ত। এক পর্যায়ে তারা পুবাইল থানার সমরসিং এলাকায় পৌঁছায়। এ সময়...