খুলনায় পুলিশ ২৮ হাজার টাকার জাল নোটসহ শহিদ গোলজার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে নগরীর খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদ বটিয়াঘাটা উপজেলার কল্যাণশী গ্রামের মান্নান গোলজারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ( মিডিয়া অ্যান্ড সিপি) খন্দকার হোসেন আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নগরীর খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোস্ট থেকে শহিদ গোলজারকে গ্রেপ্তার করা হয়। এ...