চট্টগ্রাম মহানগরীকে যানজটমুক্ত করতে মনোরেল প্রকল্প বাস্তবায়নে ফিল্ড সার্ভে সোমবার থেকে শুরু হয়েছে। বিডাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টাইগারপাশস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী। এসময় মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি...