যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে আগামী দুই মাসের জন্য ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে মোতায়েন হচ্ছে ন্যাশনাল গার্ড সেনা। তবে এই সেনা মোতায়েন ‘বেআইনি’ যুক্তিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওরেগন। রোববার রাজ্যটির অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড এই মামলা করেন। তিনি এই পদক্ষেপকে ‘উস্কানিমূলক এবং যথেচ্ছাচারী’ আখ্যা দেন। সেনা মোতায়েনের পদক্ষেপ ঘিরে শোরগোলে জননিরাপত্তা ব্যাহত হওয়ার ঝুঁকি আছে বলে জানান তিনি। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাঠানো একটি মেমোতে বলা হয়, “পোর্টল্যান্ডে, যেখানে বিক্ষোভ ঘটছে বা ঘটার আশঙ্কা আছে, সেখানে কেন্দ্রীয় সম্পত্তির সুরক্ষায় অন্তত ২০০ ন্যাশনাল গার্ড সেনা পাঠানো হবে।” এর আগে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, অভিবাসী আটক কেন্দ্রগুলোকে ঘিরে বিক্ষোভ দমন করতে ‘প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারের’ অনুমোদন তিনি দিয়েছেন। অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক দমনাভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন শহরে সেনা...