মামুনুর রশিদের পক্ষে আইনজীবী সিরাজুল হক ফয়সাল রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামুনুর রশিদের সাথে তার যোগাযোগের সিডিএমএস আদালতে সোপর্দ করা হয়েছে কি না? ভুয়া অভিযোগের ভিত্তিতে এনায়েতের সাথে তাকে জড়ানো হয়েছে। এটি একটি মিথ্যা মামলা।’ পরে তদন্ত কর্মকর্তা আদালতকে সিডিএমএস প্রদর্শন করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ূম হোসাইন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন এবং জানান, ‘এনায়েতের সাথে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নির্বাচন বাতিলের চেষ্টা করছে এবং ‘র’ এর এজেন্ট হিসেবে কাজ করছে। তার ১০ দিনের রিমান্ড প্রয়োজন। রিমান্ড না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র সম্পর্কে তথ্য পাওয়া যাবে না।’ এরপর বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশিদকে...