খোঁজ নিয়ে জানা গেছে, জামুডাঙ্গা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী খোতেজা বেগমের কাছ থেকে জমি ক্রয় করেন সফিউল ইসলাম। তখন থেকে জমিটি ভোগদখল করে আসছিলেন। সর্বশেষ সেখানে মরিচ আবাদ করেন তিনি। এরই মধ্যে একই গ্রামের মওদুদ মিয়া ও পাপুল মিয়া গংরা ওই জমিটি নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। চলে মামলা-মোকদ্দমাও। জারি করা হয় ১৪৪-১৪৫ ধারা। এ অবস্থায় শনিবার সকালের দিকে প্রতিপক্ষ মওদুদ মিয়ারা ওই জমিতে গোপনে প্রবেশ করে ১৯ শতক মরিচ ক্ষেতের সবগুলো গাছ উপড়ে ফেলে ক্ষতি সাধন করেছে বলে ভুক্তভোগী সফিউল ইসলামের দাবি। স্থানীয় খোরশেদ আলম লিটন নামের এক ব্যক্তি বলেন, উল্লেখিত জমির মূল মালিক আমার মা খোতেজা বেগম। তিনি জমিটি সফিউলের নিকট দলিলমূলে বিক্রি করেছেন। সেই জমিতে সফিউল মরিচ আবাদ করলে...