মন্ত্রণালয় এক বিবৃতিতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আমির আমিরি নামে শনাক্ত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আমিরকে জিম্মি বিষয়ক ওয়াশিংটনের বিশেষ দূত অ্যাডাম বোহেলারের কাছে হস্তান্তর করা হয়েছে। বোহেলার চলতি মাসের শুরুতে তালেবান সরকারের সংগে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য কাবুল সফর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেশটির সরকারি নাম ব্যবহার করে জানিয়েছে, ‘আফগানিস্তান ইসলামি আমিরাত আজ আমির আমিরি নামে এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে।’ মন্ত্রণালয় আরো জানায়, ‘আফগানিস্তান সরকার নাগরিকদের সমস্যাগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে না এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করে।’ আমিরির মামলা সম্পর্কে খুব কমই জানা যায়, কারণ এটি ব্যাপকভাবে প্রকাশিত হয়নি।মুক্তির বিষয়ে অবগত একজন কর্মকর্তা বলেন, ৩৬ বছর বয়সী আমিরি ‘২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন।’...