এক ভ্যানচালক বলেন, “মেম্বার ইব্রাহিম সবসময় গরীব-অসহায়দের পাশে থাকেন। আমি ভাতা কার্ডের বিষয়ে তার কাছে গিয়েছিলাম, তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।”স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, ইব্রাহিম মেম্বার কখনো শিশু কার্ড বা ভাতা কার্ডে অর্থ গ্রহণ করেননি। বরং প্রকৃত প্রাপ্যরা যেন সরকারি সুবিধা পান, সে বিষয়ে তিনি সচেষ্ট। একই কথা জানান শারমিন আক্তারও। তিনি বলেন, “উন্নয়ন কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো—সব জায়গায় তিনি সক্রিয়।” এক ভ্যানচালক বলেন, “মেম্বার ইব্রাহিম সবসময় গরীব-অসহায়দের পাশে থাকেন। আমি ভাতা কার্ডের বিষয়ে তার কাছে গিয়েছিলাম, তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।” ইকবাল নামের আরেকজন স্থানীয় জানান, সড়ক ও গ্রামীণ অবকাঠামো সংস্কার, শিক্ষা খাতে সহায়তা—সব ক্ষেত্রেই ইব্রাহিম মোল্যার অবদান প্রশংসনীয়। মনিরা বেগম ও চম্পা বেগম বলেন, নারীদের সহায়তায়ও তিনি সবসময় পাশে থাকেন। এতে অনেক পরিবার উপকৃত হয়েছে।...