শরীরের জন্য প্রোটিন খুব দরকারি—এটা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই জানেন না, এই দরকারি প্রোটিন যদি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, সেটি হতে পারে একটি গুরুতর সমস্যার ইঙ্গিত। এমন ঘটনা ঘটলে তা সাধারণত কিডনির সমস্যার সংকেত দেয়।আরও পড়ুন :কোলন ক্যানসার সম্পর্কে জানুনআরও পড়ুন :পেটের মেদ কমানোর সহজ ৬ উপায়পুষ্টিবিদ ইসরাত জাহান ডরিনি একটি টেলিভিশন চ্যানেলকে জানান , প্রস্রাবে প্রোটিন পাওয়া গেলে সেটাকে হালকাভাবে না নিয়ে সময়মতো চিকিৎসা ও খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। চলুন, সহজ করে জেনে নিই বিষয়টি।নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবেপ্রস্রাবে প্রোটিন মানে কী?যখন কিডনি ভালোভাবে কাজ করে, তখন রক্তের প্রোটিনগুলো শরীরে থেকেই যায়—প্রস্রাবে মিশে যায় না। কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হলে এই প্রোটিন ফিল্টার হয়ে প্রস্রাবে চলে যায়। এই অবস্থাকে বলে প্রোটিনুরিয়া বা অ্যালবুমিনুরিয়া।সাধারণত আমাদের শরীরের...