ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চীম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নেতা ইয়োসি দাগান। তিনি জানিয়েছেন, নিউইয়র্কে বৈঠকের পর তার মনে হয়েছে, বর্তমান সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে। দাগানসহ কয়েকজন বসতি স্থাপনকারীর নেতা রোববার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফরে থাকা নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এর পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। ট্রাম্প গাজার শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর সমর্থন চাইবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজকে দাগান জানান, বৈঠকটি ছিল ‘খুব দীর্ঘ’ ও শেষে তাদের ‘অত্যন্ত উদ্বিগ্ন’ মনে হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহু তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, তবে পশ্চিম তীরকে সংযুক্ত করার কোনো সময়সীমা নির্ধারণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হননি। দাগান সতর্ক করে বলেন, এই সরকার ফিলিস্তিনি...