আমাদের প্রিয় বিজ্ঞান কল্পকাহিনীর সিরিজ যা-ই হোক না কেন লেজার, ফেজার বা অন্যান্য ফোটনভিত্তিক অস্ত্রের গল্প সম্পর্কে আমাদের ধারণা রয়েছে এবং তা শুনে বা দেখে আমরা মন্ত্রমুগ্ধই হই। তবে প্রচলিত বন্দুক বা আগ্নেয়াস্ত্র থেকে মহাকাশে গুলি ছোড়া হলে কী ঘটে বা সে সম্পর্কে আমাদের ধারণা কী? অনেকের ধারণা, অক্সিজেন না থাকায় গুলি মহাকাশে ছোঁড়া যাবে না, এমনটি সত্য নয়। গুলি বা বুলেটের নিজস্ব অক্সিডাইজার থাকে। ফলে তা মহাকাশে বা পানির তলায়ও ছোঁড়া যেতে পারে। এক্ষেত্রে ভ্যাকুয়াম বা বায়ুশূন্যতার বিষয়টি কোনও সমস্যা তৈরি করে না বলে প্রতিবেদেন লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার। মহাকাশে গুলি ছোঁড়া হলে কী ঘটে তার কোনও রেকর্ড করা পরীক্ষা বা পর্যবেক্ষণ নেই। এক্ষেত্রে আমাদের নির্ভর করতে হচ্ছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন নিয়মের ওপর, যা আমাদের স্পষ্টভাবে বলে দিতে পারে,...