বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে৷ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় দাউদকান্দি পৌরসদর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ বক্তব্য রাখেন। ড. মারুফ হোসেন বলেন, “দেশের জনগণ আর প্রতারণার ফাঁদে পা দেবে না। মানুষ এখন পরিবর্তন চায়। ভোটের নামে যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, জনগণ তাদের আর বিশ্বাস করবে না।” তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফা কোনো রাজনৈতিক প্রচারণা নয়, এটি হলো দেশের মানুষের মুক্তির রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে এ কর্মসূচির বার্তা পৌঁছে...