বিদেশি সন্দেহে কাউকে শনাক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। অনুপ্রবেশ রোধে নতুন এই নিয়মে সায় দিয়েছে আসামের হিমন্ত বিশ্বশর্মা সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই জানিয়েছেন, কেউ নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এতদিন আসামে বিদেশি বা অনুপ্রবেশকারী শনাক্ত করার দায়িত্বে ছিল ফরেনার্স ট্রাইব্যুনাল। আসামের বিজেপি সরকার এবার সেই দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে তুলে দিয়েছে। নতুন বিধি অনুসারে, বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে নাগরিকত্বের কাগজপত্র জেলা প্রশাসকের কাছেই জমা দিতে হবে। জেলা প্রশাসক সন্তুষ্ট হলেই কেবল ব্যক্তিটি রক্ষা পাবেন। অন্যথায় জেলা প্রশাসকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিশ্লেষকদের একাংশের ধারণা, আসাম সরকারের নতুন বিধির মাধ্যমে পরোক্ষভাবে ফরেনার্স ট্রাইব্যুনালের ক্ষমতা হ্রাস করা হলো। তবে বিধিতে এও উল্লেখ রয়েছে, কোনো বিষয়ে...