তামিল সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজাগম’ (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে মর্মান্তিক এই দুর্ঘটনার দায় কার, কাদেরকে অভিযুক্ত করা হবে অথবা দলের প্রধান বিজয়কে গ্রেপ্তার করা হবে কি না?তবে জানা গেছে, ঘটনার দায়েরকৃত মামলার এফআইআরে বিজয়ের নাম অন্তর্ভুক্ত হয়নি। বরং অভিযুক্ত করা হয়েছে দলটির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের। রাজনৈতিক মহলের মতে, শাসকদল ডিএমকে সতর্কতার সঙ্গে কৌশল অবলম্বন করছে, কারণ বিজয়ের বিপুল জনপ্রিয়তা যে কোনো হঠকারী পদক্ষেপকে উল্টো ফল বয়ে আনতে পারে।শনিবার রাতেই করুর টাউন থানায় মামলা হয় টিভিকে-র করুর পশ্চিম জেলার সম্পাদক ভি পি মথিয়াঝাগনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা হয়েছে অবহেলায় প্রাণহানি, জননিরাপত্তা বিপন্ন করা, সরকারি নির্দেশ অমান্যসহ একাধিক গুরুতর অভিযোগ।...