লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইউপি সদস্য ফারুক শেখকে। দায়িত্ব নেওয়ার পরই ফারুখ শেখ সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরীর সঙ্গে ভিডিও কলে শুভেচ্ছা বিনিময়ের ঘটনায় তোলপাড় শুরু হলে পরিষদের বেশিরভাগ সদস্যের অনাস্থার ভিত্তিতে তাকে সরিয়ে নেওয়া হয়। তার স্থানে মৌখিকভাবে নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হলেও উপজেলা কর্মকর্তা নুর আলম দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। গত ৫ দিন ধরে ইউনিয়ন পরিষদ থেকে সেবাগ্রহীতারা বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার হচ্ছেন বলে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগ করেন রায়পুরের মেঘনার বায়রাঘাট এলাকার শাহ আলম, লাবণী আক্তার, নুর মোহাম্মদ হাওলাদার ও চরপাতা ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক রাজিব কুমার সরকার স্বাক্ষরিত এক আদেশে দক্ষিণ চরবংশী...