কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রভাব ছড়িয়ে পড়েছে কূটনৈতিক অঙ্গন ছাড়িয়ে ক্রীড়াঙ্গনেও। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। এরপর প্রতিবেশী দুই দেশ যুদ্ধে জড়ায়। সামরিক সেই যুদ্ধেও বহু হতাহতের ঘটনা ঘটে।একপর্যায়ে যুদ্ধবিরতি হলেও উভয় দেশই যুদ্ধে নিজেদের জয়ী দাবি করে আসছে। সেই জেরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট মাঠেও হুলস্থুল ঘটনা ঘটে গেল। মাঠের খেলা শেষ হলেও থামছে না দুই দেশের বাকযুদ্ধ, যা পৌঁছেছে কূটনৈতিক পরিসরেও। এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতীয় দল। নাকভিও ভারতকে ট্রফি না দিয়ে নিয়ে চলে যান। পরে ট্রফি ছাড়াই শিরোপাজয় উদযাপন করে তারা।আরো পড়ুন:আলাউদ্দিনের ফাইফার, অনিকের ছোট্ট ক্যামিওদুই দিনের মধ্যে নির্বাচক থেকে পরিচালক রাজ্জাক এখানেই শেষ নয়, খেলার...