উগ্র ডানপন্থী শক্তির আস্ফালন রুখে দিয়ে এবং পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে একটি বিকল্প সরকার গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশের আয়োজন করেছে দলটি। সিপিবির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এই সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নেতারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবির পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত আনা, মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থে দেশের ভূখণ্ড ও সমুদ্রসীমার ব্যবহার রোধ, নারী বিদ্বেষ ও ভিন্নমতের ওপর দমনমূলক সন্ত্রাস বন্ধ এবং সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের...