অন্তর্বর্তী সরকারের প্রশাসনে খুঁজে খুঁজে ‘শিবির ক্যাডার ও জামায়াতে ইসলামী মতাদর্শের লোকজনকে’ বসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি। রিজভী বলেন, “ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে তো আছেই। এরপর যে সমস্ত ছেলেরা সেই বিশেষ ইসলামপন্থি দলটির, যারা একসময়ে ছাত্র জীবনে শিবির করেছেন, তারপরে তারা ক্যাডার সার্ভিসের সুযোগ পেয়েছেন, কিন্তু এরপরেও যদি তারা শিবিরের ক্যাডার থাকেন, তাহলে এই রাষ্ট্রপতি একটা ‘ফাংশনাল’ রাষ্ট্র হবে না? এই রাষ্ট্র কি একটি ‘আর্টিকুলেট’ রাষ্ট্র হবে না? “আর এভাবে যদি এভাবে খোঁজখবর নিয়ে, এই এই লোকগুলো জামায়াতের, এই এই লোকগুলো শিবিরের, এদেরকে ‘কিং পয়েন্টে’ আনতে হবে এবং তারা যদি ভূমিকা রাখতে চান তাহলে কখনই আপনি একটি...