শুধু বক্তৃতা শোনা বা জ্ঞানার্জনই নয়, বরং এই মাহফিলগুলো রূপ নিয়েছিল আত্মশুদ্ধি, চিন্তার জাগরণ ও সামাজিক বন্ধনের এক অনন্য সমাবেশে। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, প্রবাস জীবনে এমন আয়োজন তাদের অন্তরে শান্তি, অনুপ্রেরণা ও নতুন করে ঈমানি চেতনা জাগিয়ে তুলেছে। ফজর গ্রুপের পক্ষ থেকে জানানো হয়—ভাই-বোনদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতার কারণেই এ আয়োজন সার্থক হয়েছে। এজন্য সকলকে জাযাকাল্লাহু খাইর জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক ও সহযোগী সংগঠনগুলোর নিরলস পরিশ্রম ছিল সাফল্যের নেপথ্যে অন্যতম চালিকাশক্তি। আয়োজকরা বলেন, “অনেকেই নীরবে, অক্লান্তভাবে কাজ করেছেন—তাদের এই আন্তরিক প্রচেষ্টা আল্লাহর কাছে...