খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। পরে তিনি এই শব্দ ব্যবহারের জন্য বিব্রত ও দুঃখিত বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেন। হান্নান মাসউদ তার পোস্টে লেখেন, ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এ ধরনের অপরাধে জড়িতদের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ, এর পরবর্তী বিক্ষোভ-সহিংসতা এবং তিনজনের গুলিতে নিহত হওয়ার ঘটনায় নীরব থাকার অভিযোগ তুলে সোমবার সকালে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ। তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের কারণ হিসেবে হান্নান মাসউদের ‘ভুয়া ধর্ষণ’ শব্দ ব্যবহারকে মিথ্যাচার উল্লেখ করে প্রতিবাদ জানানোর কথাও বলেন...