নেত্রকোনা জেলার মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কারাসুত্রে জানা যায়, মৃত আবু তাহেরের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। গত...