শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি ওঁঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির, চৌধুরী বাড়ি ক্লাব, দুয়াজানি মহামায়া ক্লাব এবং সূর্য কান্ত সাহার বাড়ি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পিপিএম সেবা মো. আদিবুল ইসলাম, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহদী হোসাইন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা...