বছর শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এসেছে শারদীয় দুর্গাপূজা।তাই একযোগে ভোট উৎসব আর দুর্গোৎসবে মেতেছে কলকাতাবাসী। পূজামণ্ডপেও পড়েছে রাজনীতির আঁচড়। কোথাও শাসক দল তৃণমূলকে খুশি করতে মণ্ডপ সাজানো হয়েছে বাঙালিয়ানা ও বাংলা ভাষার ওপর জোর দিয়ে আবার কোথাও বিজেপির হাতিয়ার ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ বা দেশপ্রেম হয়েছে মণ্ডপের বিষয়বস্তু। এমন রাজনৈতিক আঙ্গিকে এবার সেজে উঠেছে বারোয়ারি অনেক পূজামণ্ডপ। কোথাও পূজামণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণ্ডপে মণ্ডপে এখন দর্শনার্থীদের ভিড়। কোন মণ্ডপ এবং কার প্রতিমা সাজসজ্জায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে—এখন এটাই কলকাতায় চর্চার বিষয়। ‘ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে’, ‘বিজেপি বাঙালি বিরোধী’—এই নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এমনকি ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন মমতা। সেই নিয়ে দুর্গাপূজার আগে রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলেছিল মিটিং-মিছিল। আর সেই...