অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাজকে বিদেশিরা ইতিবাচকভাবে নিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। আজ সোমবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এজন্য কোম্পানির অনিয়ম ধরতে অডিটরদের ভূমিকা রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নানা অনিয়মের মাধ্যমে কোম্পানিগুলো বিভিন্ন সময় বিদেশে টাকা পাচার করেছে। তারা...