দেশের ক্রিকেট পাড়ার আলোচনার টেবিলের একমাত্র বিষয় এখন আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ইতোমধ্যে জমে ওঠেছে নির্বাচনের লড়াই। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশের দিন। সেখানে দেখা গেছে বড় চমক। নির্বাচনে ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমসহ তিনজন। এই বিভাগ থেকে পরিচালক হবেন দুইজন। সেখানে একজন পরিচালকের মনোয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বুলবুল আর ফাহিম। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার জানান, পরিচালক নির্বাচনের জন্য মোট ৬০টি মনোনয়নপত্র তোলা হয়েছিল। এর মধ্যে জমা পড়েছিল ৫১টি মনোনয়নপত্র। বাকি তিনটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। ক্যাটাগরি-১ এ মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এরমধ্যে বাতিল হয়েছে ৩টি। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে...