১৯৩৯ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া জিলিয়ান রোজ ১৯৬৪ সালে এক মিশনারি হিসেবে প্রথমবার বরিশালে পা রাখেন। কিছুদিনের জন্য নিজ দেশে ফিরে গেলেও ১৯৭৪ সালে বাংলাদেশে ফিরে আসেন চিরস্থায়ীভাবে। এরপর ১৯৮১ সালে মায়ের সেবার জন্য আবার ইংল্যান্ডে গিয়ে সেবিকা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। ফিরে এসে খুলনা এবং মুজিবনগরের বল্লভপুর হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। ১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত তিনি বল্লভপুর হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসক না থাকা অবস্থাতেও তিনি একাই রোগীদের সেবা দিয়েছেন, নিজ হাতে গড়ে তুলেছেন একটি ছোট বৃদ্ধাশ্রমও। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা দিতে গিয়ে তিনি হয়ে উঠেছেন একজন আস্থার প্রতীক। তিনি শুধু রোগ নিরাময় করেন না, বরং মানুষের মনের কষ্টও লাঘব করেন তাঁর হাসিমাখা মুখ আর শান্ত স্বরে। ডেলিভারি, ডায়াবেটিস, টাইফয়েড, জন্ডিস কিংবা ডায়রিয়া—সব ধরনের রোগের জন্যই...