নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ফেসবুকে আসিফ মাহমুদ একটি পোস্ট করেছেন, যা সরাসরি সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে লেখা বলে ধরা হচ্ছে। এই পোস্টটি করা হয়েছে মাত্র ৪২ মিনিট আগে এবং এতে এখন পর্যন্ত ৬৬ হাজার লাইক, ৯.৫ হাজার মন্তব্য ও ১.৮ হাজার শেয়ার পাওয়া গেছে। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচন করেছি, কিন্তু আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who.” এখানে “You know who” দিয়ে সাকিব আল হাসানকেই ইঙ্গিত করা হয়েছে। তিনি আরও বলেন, “যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করার অধিকার নেই। বোর্ড কর্তারা বহুবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা করেননি। খুনিদের সমর্থন করার পাশাপাশি শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, আর্থিক প্রতারণার মতো গুরুতর অভিযোগ...