ঢাকা: সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে চালু করেছে নতুন চারটি ক্যাটাগরি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। খবর গালফ নিউজের।নতুন এন্ট্রি ভিসা ব্যবস্থায় যুক্ত হয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্টস খাতের পেশাজীবী, ক্রুজ শিপ ও প্রমোদ তরীর সাথে সংশ্লিষ্টদের জন্য পৃথক চারটি ভিজিট ভিসা ক্যাটাগরি।এছাড়া, মানবিক রেসিডেন্স পারমিট চালু করা হয়েছে, যা এক বছরের জন্য প্রদান করা হবে এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নবায়নযোগ্য হবে। একইভাবে, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্যও এক বছরের রেসিডেন্স পারমিটের ব্যবস্থা রাখা হয়েছে, যা প্রয়োজনীয় শর্ত পূরণে আবার নবায়ন করা যাবে।নতুন ভিসা ব্যবস্থার এ সংস্কার অভিবাসনপ্রত্যাশী পেশাজীবী এবং বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে বলে...