ঢাকা: আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সফরে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা সেই ঘাঁটি আবার চাই।’ট্রাম্পের দাবি, বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির এলাকার মাত্র এক ঘণ্টার দূরত্বে। তিনি এই ঘাঁটি না পেলে কঠিন শাস্তির ইঙ্গিতও দিয়েছেন।তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে আফগান তালেবান প্রশাসন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ঘাঁটি ফেরত নিতে চায়। কিন্তু আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়।’বাগরাম ঘাঁটি বর্তমানে তালেবান সরকারের নিয়ন্ত্রণে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় ঘাঁটিটি হস্তান্তর করে। এরপর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে...