বোলাররা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন। পুরো এশিয়া কাপে বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটিতে জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মুস্তাফিজ-তাসকিনরা। ব্যাটাররা কাজে লাগাতে পারেননি। হতশ্রী ব্যাটিংয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাজেভাবে। রোববার (২৮ সেপ্টেম্বর) শেষ হয়েছে এশিয়া কাপ। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠে তাকে দেখা যায় ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। দুজনের মধ্যে নানা বিষয়ে আলাপ হয়। গম্ভীরের সঙ্গে কী আলাপ হয়েছে বুলবুলের, এ বিষয়ে বিসিবি সভাপতি জানান, বাংলাদেশের ক্রিকেট নিয়ে পরামর্শ দিয়েছেন গম্ভীর। কী নিয়ে পরামর্শ দিয়েছেন, গণমাধ্যমকে সেটিও জানান বুলবুল। বিসিবি...