ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা। এরই ধারাবাহিকতায় এবার দখলদার রাষ্ট্রটির রাজধানী তেল আবিবের দিকে একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এর পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। তারা জানিয়েছে, তেল আবিবের দিকে ‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একইসঙ্গে দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের দিকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। হুথিরা বলছে, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও বিপজ্জনক উত্তেজনা’র প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে,...